মিজানুর রহমান আজহারী দেশে ফিরেছেন

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ বুধবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

সম্পর্কিত খবর

ওয়ানডে সিরিজেও ব্যর্থ পাকিস্তান

Islami Bank

সন্ধ্যা সাড়ে ৬টার পর দেয়া ওই পোস্টে আজহারী বলেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।’

আলাদা পোষ্টে মিজানুর রহমান আজহারীর মামা মোশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভুমি বাংলাদেশে।

one pherma

এর আগে, গত ৬ আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন জনপ্রিয় এই ইসলামি বক্তা। এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি।

ই-বাংলাঃ জে ডি সি

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us