বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরসহ ৫ জনের

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এসকে সুর চৌধুরী), তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, আওয়ামী লীগের আব্দুস সোবহান গোলাপের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে দুদক।

আরও পড়ুন

ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

Islami Bank

বুধবার (২ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে দুদক থেকে ইমিগ্রেশনে চিঠি পাঠানো হয়। এর আগে গত ২৮ আগস্ট এসকে সুর চৌধুরী, তার স্ত্রী ও কন্যার আয়কর নথি জব্দের আদেশ দেন।

এই তিন জনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে।

one pherma

এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বেশ কিছুদিন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us