বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বরুদ্দোজ্জা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ৮টায় তার নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে জানাজা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর
Islami Bank

বরুদ্দোজ্জা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আজ বাদ জোহর বারিধারা কূটনৈতিক এলাকার ৮ নম্বর সড়কে অবস্থিত বায়তুল আতিক জামে মসজিদে।

তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় শ্রীনগর স্টেডিয়ামে। এদিন বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

one pherma

শুক্রবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টা ১৫ মিনিটে অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

হাসপাতালে বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে মাহী বি চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, তার বাবা রাত ৩টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টেও এটি জানান মাহী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us