যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত খবর

পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা

Islami Bank

গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের আজম মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল (১৯), অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪) ও মৃত জনাব আলী মণ্ডলের ছেলে আলেফ মণ্ডল (৫০)।

one pherma

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি একনালা বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ সব অস্ত্র প্রদর্শন করে মানুষের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করে চাঁদাবাজি ও ডাকাতি করাসহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।

তিনি বলেন, সজল শেখের বিরুদ্ধে একটি অস্ত্র, তিনটি ডাকাতি প্রস্তুতির মামলাসহ ছয়টি মামলা রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us