আরেক দেশের হামলায় ইসরায়েলে ২ সেনা নিহত, আহত ২৪

মধ্যপ্রাচ্যের আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন।

সম্পর্কিত খবর

মোদিকে আলোকচিত্র উপহার দিলেন ড. ইউনূস

Islami Bank

শনিবার (০৫ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইরানপন্থি যোদ্ধারা ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। এতে দুই সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ হামলা চালানো হয়। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিষয়টি জানিয়েছে।

নিহত দুই সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার ছিলেন। তার নাম তাল দ্রোর। তিনি প্রযুক্তি বিশেষজ্ঞ ছিলেন। এছাড়া অপরজন সার্জেন্ট পদমর্যাদার। তার নাম ড্যানিয়েল আভিভ হাইম সফের। তিনি সিগন্যাল অফিসার ছিলেন।

আইডিএফ জানিয়েছে, ইরাক থেকে দুটি বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি বিমান প্রতিরক্ষা দ্বারা গুলি করে ধ্বংস করা হয়েছে। এছাড়া অপরটি উত্তর গোলান মালভূমির একটি সেনাঘাঁটিতে আঘাত হেনেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ড্রোন যখন ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করে তখন বেশ কয়েকটি সাইরেন বেজে ওঠে। কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয় ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। ফলে সতর্কতা অ্যাল্যার্ম বাজেনি এবং সেনারাও নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি।

one pherma

এর আগে একদিনে ১৭ সেনা হত্যার দাবি করে হিজবুল্লাহ। গোষ্ঠীটর এক বিবৃতিতে বলা হয়, মাঠপর্যায় ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে। এদিন নিহত ইসরায়েলি কর্মকর্তা ও সেনার সংখ্যা ১৭ জনে পৌঁছেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষ হয়েছে। এ সময় লেবাননের মারুন আল রাস গ্রামে ইসরায়েলি সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের ওপর বোমা হামলা করা হয়েছে।

এর আগে বুধবারের (০২ অক্টোবর) ঘটনা উল্লেখ করে আলজাজিরা জানায়, অভিযান শুরু করে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননের সীমান্তের ভেতরে প্রবেশ করে আবার পিছু হঠেছে তারা। এ ছাড়া সেনা থেকে শুরু করে ট্যাংকও গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক তিনটি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিনের সংঘর্ষে অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ডজনের বেশি সেনা।

আলজাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us