দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন

বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হলেন দাবাড়ু মনন রেজা নীড়। আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য অন্তত ২৪০০ রেটিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় তিনটি নর্মের তৃতীয়টি অর্জন করে সে।

সম্পর্কিত খবর
Islami Bank

মাত্র ১৪ বছর বয়সে জেতে জাতীয় চ্যাম্পিয়নশিপ। তবে এটুকুতেই থামেনি মনন রেজা। স্বপ্ন ছিল আরও বড় কিছু অর্জনের। সে স্বপ্ন পূরণের পথে এবার ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হয়েছে নারায়ণগঞ্জের এ কিশোর।

আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে মনন ভেঙেছে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড। দেশের তথা উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজকে ছাড়িয়ে মনন এখন সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। ১৯৬৬ সালের ১৩ মে জন্ম নেওয়া নিয়াজ, শারজায় এশিয়ান জোনালে আন্তর্জাতিক মাস্টার হন ১৯৮১ সালের ১৩ অক্টোবর।

১৫ বছর ৫ মাসে আন্তর্জাতিক মাস্টার হন নিয়াজ। আর ১৪ বছর ৩ মাসে সবচেয়ে কম বয়সী দাবাড়ু হিসেবে আন্তর্জাতিক মাস্টার হলেন মনন। হাঙ্গেরিতে অনুষ্ঠানরত গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় ৮ ম্যাচে ৬ পয়েন্ট মননের। এতে নিজের তৃতীয় আন্তর্জাতিক নর্মটি হয়ে যায় তার।

one pherma

অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সুমিতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের এ দাবাড়ু। শনিবার (৫ অক্টোবর) হাঙ্গেরির পেজেস্তোস ব্লাজাসকে হারাতে পারলে প্রথম গ্র্যান্ডমাস্টার নর্মও পাওয়া হয়ে যাবে মননের।

মননের নর্ম অর্জনের সম্ভাবনা দেখছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। তিনি বলেন, ‘মনন খুব ভালো খেলছে। সময়টা ভালো যাচ্ছে। এভাবে খেলে যেতে পারলে ফাহাদের আগে গ্র্যান্ডমাস্টার হয়ে যেতে পারে সে।’

মননকে নিয়ে বাংলাদেশে দাবার আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা বেড়ে হলো পাঁচ। বাকি চারজন হলেন- জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন ও ফাহাদ রহমান। ফাহাদ ইতোমধ্যে একটি জিএম নর্ম পেয়েছেন। তিনিও হাঙ্গেরির এ প্রতিযোগিতায় খেলছেন।

বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াড শেষে বাংলাদেশের পাঁচ দাবাড়ু নিজ খরচে তিনটি টুর্নামেন্ট খেলছেন সেখানেই। যার মধ্যে প্রথম টুর্নামেন্টে ওয়াদিফা আহমেদ নিজের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন। দ্বিতীয় টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার হওয়ার লক্ষ্য পূরণ হলো মনন রেজা নীড়ের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us