ইসরায়েলি সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেন ভূ-খণ্ড থেকে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় মধ্য ইসরায়েলের বেশিরভাগ এলাকায় সাইরেন বেজে ওঠে। তবে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা। এদিকে, একই দিনে ইসরায়েলে হিজবুল্লাহ এবং হামাস রকেট হামলা চালিয়েছে।
সোমবার (৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫ টার দিকে এ হামলা চালানো হয় বলে দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী–আইডিএফ। ভেরিফাইড এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় লেবানন থেকে ১৩৫ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এদিকে, গত ৭ অক্টোবরের হামলার এক বছর পূর্তি উপলক্ষে হামাস তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করে বলা হয়েছে, তারা হাইফার উত্তরে একটি বড় রকেট হামলা চালিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বন্দর নগরীতে রকেট ছোড়ার প্রায় ২৪ ঘণ্টা পরে এ হামলা চালানো হলো। হাইফায় হিজবুল্লাহর রকেট হামলায় ১০ জন আহত হয়েছে।
লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছে। লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে এক ইসরায়েলি রিজার্ভ সেনার মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে ২ জন। এদিকে, ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর লেবাননে স্থল অভিযানে এপর্যন্ত ৯ ইসরায়েলি সেনা নিহতের কথা জানিয়েছে আইডিএফ।
ইসরায়েলের অনবরত বিমান হামলায় সোমবারও কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। সেখানে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর ও অস্ত্র মজুদ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চল এবং বেকা উপত্যকায় হিজবুল্লাহর অবস্থানগুলোতেও হামলা চালিয়েছে তারা। রোববার হিজবুল্লাহর দেড় শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে আইডিএফ।
লেবাননে হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক রকেট হামলা চালানোর পর, প্রথমবার বন্দর নগরী হাইফায় ধ্বংসাত্নক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। হিজবুল্লাহ জানায়, হাইফায় ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয়ের মতে, এখন পর্যন্ত এসব হামলায় প্রায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৯ হাজার ৮৬৯ জন আহন হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। এই হামলার জবাবে ওইদিনই গাজায় বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এর কিছুদিনই পর শুরু হয় স্থল অভিযান; যা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় গাজায় প্রাণ হারিয়েছে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি।
ইবাংলা/ আই
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.