বরখাস্ত হওয়া সেই তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রিসেট বাটন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করায় প্রথমে ওএসডি পরে সাময়িক বরখাস্ত সবশেষ মামলা করা হয়েছে। যদিও প্রধান উপদেষ্টা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বলেছিলেন- আমাদের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করেন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল।

সম্পর্কিত খবর
Islami Bank

জুলাই গণহত্যা ও নিহত আবু সাঈদকে নিয়ে মন্তব্য করায় সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এ মামলা করেন।

one pherma

মামলার আবেদনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন।

যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইবাংলা/ আইএইচ

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us