শেখ হাসিনা এখনো দিল্লিতেই আছেন

ইবাংলা ডেস্ক নিউজ

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে গত কয়েক দিন ধরেই নানা ধরনের আলোচনা চলছে। শেখ হাসিনা ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন বলে গণমাধ্যমে খবর চাউর হলেও এ বিষয়ে নিশ্চিত তথ্য কেউ দিতে পারেনি।

Islami Bank

বিষয়টি নিয়ে সোমবার (৯ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, শেখ হাসিনার অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত হতে পারিনি।

তবে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দুই মাস আগে ভারতের রাজধানী দিল্লিতে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সেখানেই অবস্থান করছেন বলে শোনা যাচ্ছে। তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন, এমন খবরকে ভিত্তিহীন বলেছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।

one pherma

ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে বিবিসি নিশ্চিত হয়েছে, শেখ হাসিনা গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবে আছেন। দিল্লির কর্মকর্তারা বলেছেন, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যানও, সেটি নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনো কারণ নেই!

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া গেলেও, প্রায় ১৬ বছর ধরে দেশে ক্ষমতার দাপট দেখানো দলটির বহু শীর্ষ নেতাই এখন লাপাত্তা। তাদের অবস্থান সম্পর্কে নানা ধরনের তথ্য গণমাধ্যমসহ নেট দুনিয়ায় চর্চার বিষয় হলেও, তাদের অবস্থানের সত্যতা যাচাই করা যায়নি।

ইবাংলা/ আইএইচ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us