লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে বিভাজন

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের মধ্যে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। এত দিন গাজার মানুষের পাশে থাকা প্রতিরোধ যোদ্ধারা এখন নিজের আখের নিয়ে ব্যস্ত।

সম্পর্কিত খবর

মোদিকে আলোকচিত্র উপহার দিলেন ড. ইউনূস

Islami Bank

পরিস্থিতি বলছে, মুসলিমদের ভেতর বিভাজনের যে বীজ বপণ করতে চেয়েছিল ইসরায়েল; তা বোধহয় কাজ করছে।

লেবাননে ইসরায়েলি হামলা ও স্থল অভিযান শুরুর পর তীব্র প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি বাহিনী। কিন্তু যোদ্ধাদের একটি পক্ষ ইসরায়েলের সঙ্গে সমঝোতা করতে চায়। এরই মধ্যে দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছেন তাতে সমর্থন করেছেন প্রতিরোধ যোদ্ধাদের উপ-প্রধান নাইম কাসেম। তবে এবারই প্রথমবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে কথা বলেননি তিনি। অপরদিকে তারই সংগঠনের অনেকে যুদ্ধবিরতি মানতে নারাজ।

one pherma

গাজায় এক বছর আগে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বৈরুতের সঙ্গে তেল আবিবের থেমে থেমে সংঘাত শুরু হয়। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ৩০ মিনিটের ভাষণে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে নিজের সম্মতির কথা জানান কাসেম।

তার ভাষায় যুদ্ধবিরতি প্রস্তাবে উভয়পক্ষ রাজি হলে এ নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা যাবে। আর শত্রুরা যদি যুদ্ধ করতে চায়, তাহলে সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রেই হবে। গাজাকে বাদ দিয়ে নিজেদের কথা চিন্তা করা প্রতিরোধ যোদ্ধাদের নীতির পরিবর্তন কি না, তা নিয়েই এখন উঠেছে প্রশ্ন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us