আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে আলোচনা

ইবাংলা ডেস্ক নিউজ

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি ও সহযোগিতা নি‌য়ে আলোচনা ক‌রে‌ছেন দেশটির রাজনীতি বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাস ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

আরও পড়ুন...

স্থানীয় সময় বৃহস্প‌তিবার (১০ অ‌ক্টোবর) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি জন বাস ও পররাষ্ট্রসচিব এসব বিষ‌য়ে আলোচনা ক‌রে‌ন।

জন বাস এক্স হ্যান্ডলে লিখেছেন, পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে অর্থনৈতিক ও সন্ত্রাসবাদ দমনের বিষয়ে আমাদের অভিন্ন লক্ষ্যের বিষয়ে আলোচনার প্রশংসা করি। আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার বিশেষ গুরুত্বের বিষয়ে আমরা আলোচনা করেছি।

পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন বুধবার রাতে ওয়াশিংটনে পৌঁছান। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রসচিবের মূল বৈঠক হয় যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাসের সঙ্গে। এ ছাড়া এ‌দিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ড, উপপররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মা, সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক ক‌রেন।

এসব বৈঠকের মাঝে পররাষ্ট্র স‌চিব মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক মধ্যাহ্নভোজে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

ইবাংলা/ আএইচ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us