সরকারি চাকরিতে পুরুষ ৩৫, নারীদের ৩৭ করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশে পুরুষ ৩৫ এবং মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ করে উপদেষ্টা পরিষদে পাঠিয়েছেন পর্যালোচনা কমিটি।

আরও পড়ুন...

ফের সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম

Islami Bank

সুপারিশটি উপদেষ্টা পরিষদের বৈঠকে আলাপ-আলোচনার পর সেটি চূড়ান্ত হতে পারে। তবে অবসরের বয়সসীমা নিয়ে কোনো সুপারিশ করা হয়নি। উল্লেখ্য, চাকরিপ্রত্যাশীদের একটি অংশ বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছিল।

গত ৩০ সেপ্টেম্বর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিলে পুলিশের টিয়ারশেলে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়। এরআগে সকাল ১১টা থেকে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দুই হাজারের বেশি চাকরিপ্রত্যাশী অবস্থান নেয়। পরে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যায়।

one pherma

এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করে সরকার। এই কমিটির প্রধান করা হয় সাবেক সচিব ও সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মূয়ীদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংষ্কার কমিশনের প্রধান।

কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে পরামর্শ দেওয়ার কথা বলা হয়। এরপর আজকে এ সুপারিশ করল পর্যালোচনা কমিটি।

ইবাংলা/ আইএইচ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us