মিশরের দ্য গ্রেট পিরামিডের চূড়ায় কুকুর

বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি মিশরে গিজা জেলার দ্য গ্রেট পিরামিড। ছোট বড় ছয়টি পিড়ামিডের মধ্যে কুফু নামের পিড়ামিড সবচেয়ে বড় ও উঁচু। এসব পিরামিডে ওঠা নিষিদ্ধ বা ওঠার ব্যবস্থা নেই বলে ওপরের দৃশ্য দেখার একমাত্র উপায় হলো প্যারাগ্লাইডিং।

সম্পর্কিত খবর

আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের

Islami Bank

গত সোমবার (১৪ অক্টোবর) অ্যালেক্স ল্যাং নামের এক পর্যটক যখন প্যারাগ্লাইডারে চড়ে ৪৫০০ বছরের পুরনো দ্য গ্রেট পিরামিডের ওপরের দৃশ্য উপভোগ করছিলেন, ঠিক তখনই হঠাৎ তার চোখে পড়ল, পিরামিডের এক কোনায় কিছু একটা নড়াচড়া করছে। ভালো করে লক্ষ করে দেখেন, পিরামিডের একেবারে ওপরে একটি কুকুর পাখি দেখে ঘেউ ঘেউ করছে, আর তখনেই তার সাথে থাকা ক্যামেরা দিয়ে বন্দি করেন সেই দৃশ্য।

পিরামিডের ওপরের অপ্রত্যাশিত এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অবাক করে দিয়েছে। কারণ, গ্রেট পিরামিডের সংরক্ষণ ও নিরাপত্তার বিষয় মাথায় রেখে পর্যটকদের পিরামিডের ওপর ওঠা কঠোরভাবে নিষিদ্ধ। মনে হচ্ছে, কারও সহযোগিতা ছাড়াই কুকুরটি পিরামিডের চূড়ায় উঠেছে।

one pherma

এই কুকুর পিরামিডের এত উঁচুতে কীভাবে উঠল সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে, মঙ্গলবার বিকেলের দিকে কুকুরটি নিরাপদে গ্রেট পিরামিডের নিচে নেমে এসেছে।

মিশরের গিজার প্রাচীন গ্রেট পিরামিড নিয়ে পৃথিবীর মানুষের আগ্রহের কমতি নেই। ফারাও রাজা খুফুর রাজত্বকালে খ্রিস্টপূর্ব ২৫৮০ থেকে ২৫৬৫ সালের মধ্যে এই পিরামিড নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। গিজার তিনটি অসাধারণ পিরামিডের মধ্যে এটিই সবচেয়ে বড়। গ্রেট পিরামিড ইউনেসকোর ঘোষিত বিশ্ব ঐতিহ্য।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us