হজ সামনে রেখে সক্রিয় প্রতারকরা

হজ সামনে রেখে সক্রিয় হয়েছে প্রতারক চক্র। এ জন্য হজ সংক্রান্ত আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২০ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করেছে।

সম্পর্কিত খবর
Islami Bank

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণির প্রতারকচক্র টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দিয়ে সম্মানিত হজযাত্রী, হাজি, হজ এজেন্সির মালিক, প্রতিনিধি ও হজ গাইডদের ফোন করে তাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে।

one pherma

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে সম্মানিত হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের অর্থ ফেরত (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাবে বিইএফটিএন অথবা চেকের মাধ্যমে প্রেরণ করা হয়। এ জন্য কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না।

উল্লেখ্য, ধর্মবিষয়ক মন্ত্রণালয় ৯ অক্টোবর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us