কেন্দুয়াতে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

শেখ বায়েজীদ

মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্ত কেন্দুয়া স্পোটিং ক্লাবের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় সমাদ্দার কিং বনাম কলাগাছিয়া ফুটবল একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।

Islami Bank

সোমবার (২১ অক্টোবর) বিকাল ৩.৩০ ঘটিকার সময় দত্ত কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐতিহাসিক খেলার মাঠে এ ফুটবল টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে কলাগাছিয়া একাদশ বনাম সমাদ্দার কিং এর মধ্যে প্রতিযোগিতা হয়।

খেলার প্রথমার্ধে সমাদ্দার কিং এর জালে দুবার বল ঢুকিয়ে খেলার লিড নেয় কলাগাছিয়া একাদশ। টান টান উত্তেজনায় প্রথমোর্ধে খেলা শেষ হলেও আর কোন গোলের দেখা পায়নি কোন দলই। কলাগাছিয়া একাদশ ২ গোলের লিড ধরে রেখেই দ্বিতীয়ার্ধে খেলা গড়ায়। দ্বিতীয়ার্ধে সমাদ্দার কিং কলাগাছিয়া একাদশের জালে একবার বল পাঠিয়ে লিড ভাঙ্গতে শুরু করলেও নাটকীয়তার শেষ পর্যন্ত ২-১ গোলে কলাগাছিয়া একাদশ বিজয়ী হয়।

one pherma

খেলা দেখতে স্থানীয় কয়েকহাজার ফুটবল প্রেমির সমাগম ঘটে মাঠে। খেলার মাঠে এসময় উপস্থিত ছিলেন, দত্ত কেন্দুয়া স্পোটিং ক্লাবের সিনয়ির সহসভাপতি নুরুল ইসলাম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক স্বপন হাওলাদার, ক্রীড়া সম্পাদক- মিঠুন হাওলাদারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মাতুব্বর।

খেলাটি আম্পায়ার হিসেবে পরিচালনা করেন মাদারীপুর ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত আম্পায়ার নান্নু মুন্সীসহ আরো দুইজন।

ইবাংলা/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us