মধ্যপ্রাচ্যের সমাধানে সৌদিতে ব্লিঙ্কেন, রাশিয়ায় মারজুক

মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে গাজা যুদ্ধ শুরুর পর একের পর এক এই অঞ্চলে সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সর্বশেষ ইসরায়েল বাহিনী কর্তৃক হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার হত্যার পর তেল আবিব যান ব্লিঙ্কেন।

সম্পর্কিত খবর

গ্রেপ্তার হলেন সাদ্দাম দেশে ফিরেই

Islami Bank

ইসরায়েলে সফরের সময় দেশটির কর্মকর্তাদেরকে সতর্ক বার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অবরুদ্ধ উত্তর গাজা উপত্যকায় বেসামরিক মানুষের কাছে মানবিক ত্রাণসহায়তা পৌঁছানোর ক্ষেত্রে ইসরায়েলকে আরও পদক্ষেপ নিতে হবে। এতে ব্যর্থ হলে মার্কিন আইনে সম্ভাব্য সাজার মুখে পড়তে পারে নেতানিয়াহুর দেশ।

ইসরায়েল সফর শেষে বুধবার (২৩ অক্টোবর) রিয়াদে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এসব বৈঠকে মূলত মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের বিষয়ে গুরুত্ব সহকারে দুই দেশের মধ্যে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

one pherma

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র সদস্য মুসা আবু মারজুক রাশিয়ায় সফরে গেছেন। একটি কূটনৈতিক সূত্রের বরাতে রাশিয়ার রাষ্ট্র-চালিত বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, পূর্ব নির্ধারিত এক সফরে তিনি বুধবার মস্কো পৌঁছেছেন। সফরকালে তিনি রুশ কর্মকর্তাদের সঙ্গে সিরিজ বৈঠক করবেন বলেও জানিয়েছে সংস্থাটি। তবে ঠিক কোন কোন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন তা বিস্তারিত জানায়নি আরআইএ।

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে মস্কো বারবারই মার্কিন কূটনীতির ব্যর্থতার জন্য দায়ী করেছে। এছাড়া ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি মীমাংসার লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করার আহ্বানও জানিয়েছে পুতিনের দেশ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সংকটে রাশিয়া কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় এগিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। কারণ হামাস ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরানের সঙ্গে উচ্চ কূটনীতিক সম্পর্ক রয়েছে রাশিয়ার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us