লেবাননে ফের ৫ ইসরাইলি সেনার প্রাণহানি, আহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

হিজবুল্লাহর একটি হামলায় পাঁচজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। তারা দক্ষিণ লেবাননের একটি গ্রামে রসদ বিতরণের সময় হামলার শিকার হন, এতে ১৯ সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

Islami Bank

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত সেনারা ৮নং আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সদস্য ছিলেন। হামলার সময় তারা একটি মিটিং পয়েন্টে অবস্থান করছিলেন, যেখানে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট নিক্ষেপ করে। এই ঘটনাটি লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

অন্যদিকে, লেবাননের হাসবাইয়া অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিকের মৃত্যু হয়েছে, যা আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে। নিহতদের মধ্যে ক্যামেরা অপারেটর গাসান নাজা খান ও আল-মা নিউজের মো কোনী হানি রয়েছেন। তারা একটি আগ্নেয়াস্ত্র হামলার রিপোর্ট করতে ঘটনাস্থলে ছিলেন।

one pherma

স্থানীয় সূত্রের মতে, সাংবাদিকদের ওপর এই হামলা পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক ছিল। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি, তবে লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি এটিকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে। এই দুটি ঘটনাই মিডিয়া স্বাধীনতা এবং মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে, যা অঞ্চলটির পরিস্থিতির জন্য উদ্বেগজনক।

ইবাংলা/ এ.এস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us