সাবেক প্রধানমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র মঈন আব্দুল্লাহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্টজনদের মধ্যে তার ফুফাতো ভাইর ছেলে (ভ্রাতুষ্পুত্র) এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর ভাই কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মঈন আব্দুল্লাহ গ্রেফতা হলেন।

Islami Bank

শুক্রবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে।

মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। তার বাবা বরিশাল-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

one pherma

এর আগে আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিতের নির্দেশ দেয়া হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আকস্মিক বরিশালে ঘুরে যান সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর মেজ ছেলে মঈন আবদুল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ইবাংলা/ আইএইচ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us