বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল, নতুন সম্ভাবনার সূচনা

আশিক খান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে নতুন সভাপতির নেতৃত্বে তাবিথ আউয়াল। এর ম্যধ দিয়ে দীর্ঘ ১৬ বছরের সালাউদ্দিন যুগের সমাপ্তি ঘটলো। শনিবার (২৬ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচনে জয় পেয়েছেন তাবিথ আউয়াল।

আরও পড়ুন...
Islami Bank

তাবিথ আউয়াল ১২৮ ভোটের মধ্যে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী পান মাত্র ৫ ভোট। এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সালাহউদ্দিন, যিনি ১৬ বছর ধরে সভাপতি পদে ছিলেন, এবারের নির্বাচনে দাঁড়াননি। ফলে, সভাপতি পদের দিকে সকলের নজর ছিল।

তাবিথ আউয়াল, যিনি সাবেক ফুটবলার এবং সালাহউদ্দিনের সময়ে একাধিকবার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, ফুটবল পরিবারে তাঁর পরিচিতি ও প্রতিজ্ঞা নিয়ে নির্বাচন করছেন। অন্যদিকে, মিজানুর রহমান চৌধুরী দিনাজপুর জেলার ফুটবল সংগঠক হিসেবে পরিচিত।

one pherma

নির্বাচন সকাল ১০টায় কংগ্রেসের মাধ্যমে শুরু হয়ে দুপুর ২টায় ভোট গ্রহণের মাধ্যমে চলতে থাকে এবং সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হয়। তাবিথের এই জয় শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ফুটবলের জন্য নতুন সুযোগ এবং সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

এখন বাফুফের নতুন সভাপতি হিসেবে তাবিথ আউয়ালকে দায়িত্ব নিতে হবে এবং দেশের ফুটবল উন্নয়নে নতুন দিগন্ত খুলতে হবে। ফুটবল প্রেমীদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বাংলাদেশ ফুটবল আরো একধাপ এগিয়ে যাবে।

ইবাংলা/ এ.এস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us