যুবদলের প্রতিষ্ঠাবার্ষীকিতে বামনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বরগুনা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরগুনার বামনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প গঠন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকালে এ উপলক্ষে বামনা উপজেলা যুবদল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে সকাল সাড়ে দশটায় দলীয় কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।

Islami Bank

এলাকার হতদরিদ্ররা সকাল থেকেই চিকিৎসা গ্রহন করেন। বামনা উপজেলা যুবদলের আহবায়ক খোরশেদ আলম দিপু সিকদারের সভাপতিত্বে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বামনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনায়েত কবির হাওলাদার।

one pherma

এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াদ চৌধুরী, সাজ্জাদুল ইসলাম বাচ্চু মোল্লা, রায়হান নাজির ধলু,আরিফুল ইসলাম শিমুল,উপজেলা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দীন জোমাদ্দার প্রমুখ। এ মেডিকেল ক্যাম্পের ডাক্তারের দায়িত্ব পালন করছেন বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: মেহেদী হাসান।

ইবাংলা/ আএইচ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us