“জয় বাংলা” শ্লোগান বাতিলের দাবিতে রাঙামাটিতে গণমিছিল

আলমগীর মানিক, রাঙামাটি

পার্বত্য রাঙামাটি “জয় বাংলা” শ্লোগান বাতিলের দাবিতে গণমিছিল করেছে ছাত্রদল, যুবদলসহ বিএনপির জেলাশহর নেতারা। মিছিলকারিরা বলেন, জয় বাংলা শ্লোগান দিয়ে গত ১৫ বছরে সারা বাংলাদেশে যত অপরাধমূলক কর্মকান্ড শুরু এবং শেষ হয়েছে সেই জয় বাংলা শ্লোগান দিয়ে। তাই এই শ্লোগানটি নিষিদ্ধের দাবিতে পার্বত্য রাঙামাটি শহরে গণমিছিল ও সমাবেশ করেছে বিপুল সংখ্যক নেতাকর্মী।

Islami Bank

রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন সাব্বিরের নেতৃত্বে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু করে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ-সভাপতি মো” জাফর, শাহআলম, যুগ্ম সম্পাদক মোস্তাক আহাম্মেদ টিপু, দপ্তর সম্পাদক সবুজ, সহ-সাংগঠনিক কামাল হোসেন, রহিম, ছাত্রদল নেতা মানিক, রাজুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

one pherma

সমাবেশে বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতার গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরসহ তথাকথিত জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করতে হবে। জয় বাংলা শ্লোগান দিয়ে ছাত্র আন্দোলনে ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর ঝাপিয়ে পড়েছিলো।

এই জয় বাংলা শ্লোগান দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়েছে। যে শ্লোগান দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করা হয়, যে শ্লোগান দিয়ে মানুষ খুন করা হয়, এমন শ্লোগান জাতীয় শ্লোগান হতে পারে না। বক্তারা অবিলম্বে জয় বাংলা শ্লোগান বাতিল করে গেজেট প্রকাশ করার আহবান জানিয়েছেন।
ইবাংলা/ আএইচ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us