দেশে এই মুহূর্তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা শাপলা চত্বরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেন, দেশের সংকট এখনো কাটেনি। অতএব বিভিন্ন চিঠির (শরিকদের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে তৃণমূলে বিএনপির চিঠি) অপব্যাখ্যা করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবেন না। নিজেদের মধ্যে যেখানে বিশৃঙ্খলা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেখানে চিঠি দেওয়া হচ্ছে। দেশের গণতন্ত্র বিপন্ন করতে ষড়যন্ত্র থেমে নেই। আমাদেরও তাই ঐক্যবদ্ধ হতে হবে।
ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির (জাফর) সভাপতি এমএ চাঁদ মণ্ডলের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন দলটির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, কেন্দ্রীয় নেতা হান্নান আহম্মদ খান বাবলু, কাজী নজরুল ইসলাম, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালুসহ স্থানীয় নেতারা।
আহসান হাবিব লিংকন বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছে। তারা অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। অবিলম্বে এসব ষড়যন্ত্রকারীদের অপসারণ করতে হবে। নইলে জুলাই-আগস্ট বিপ্লবের অর্জন ব্যর্থ হয়ে যেতে পারে। তিনি সরকারকে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
জনসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রতি নির্দেশনা স্বরূপ যে চিঠি দেওয়া হচ্ছে, সেখানে জাতীয় ঐক্যের বিষয়ে বলা আছে। যদি কখনো বিএনপি-জাতীয় পার্টি অথবা বিএনপি-ভিপি নূরের কর্মীদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি বাধে, আর এতে যদি জাতীয় ঐক্য বিনষ্ট হয়, তার চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.