রাজধানীর উত্তরা এলাকা থেকে সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে ঠোঁট কাটা আলতাফ ও তার ১৩ জন সহযোগীকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে বুধবার (৩০ অক্টোবর) ভোর পর্যন্ত উত্তরার ৮ নম্বর সেক্টর এবং দক্ষিণখানের মধ্যবর্তী বাইদা বস্তি এলাকায় যৌথ অভিযান চালিয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড তাদের গ্রেপ্তার করে।
আলতাফ হোসেন ওরফে ঠোঁট কাটা আলতাফের সহযোগীরা হলেন- মো. সোহাগ, মো. শামীম, মো. নবী, মো. সুলতান, মো. সোহেল, মো. আশিক, মো. সুমন ইসলাম, মো. শাহিন, মো. শরিফুল, মো. সাগর, মোছা. ময়না বেগম, সেলিনা ও মোছা. রহিমা। তাদের কাছ থেকে নগদ অর্থ, মাদক এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আলতাফের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১০টি মামলা রয়েছে। এ ছাড়াও, গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার অস্ত্র লুটের সঙ্গে আলতাফ এবং তার বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.