হামলার ভয়ে ছেলের বিয়ে পেছানোর পাঁয়তারা নেতানিয়াহুর

গাজা ও লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে এ হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। এর পাল্টা জবাবে ইসরায়েলে গাজা লেবাননসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ড্রোনসহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ হামলার ভয়ে বিভিন্ন সময়ে বাংকারে লুকিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ড্রোন হামলার ভয়ে নিজের ছেলের বিয়ে পেছাতে চাইছেন তিনি।

সম্পর্কিত খবর
Islami Bank

বুধবার (৩০ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম কানের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুমুখী যুদ্ধ এবং ড্রোন হুমকির মধ্যে নিরাপত্তা উদ্বেগের কারণে তার ছেলে অ্যাভনারের আসন্ন বিয়ে স্থগিত করতে চাইছেন।

নেতানিয়াহুর ছেলে অ্যাভনারের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর তেল আবিবের উত্তরে শ্যারণ অঞ্চলের রনিত ফার্মে তার বিয়ের পরিকল্পনা করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি এ বিয়েতে বাধা হতে চলেছেন।

one pherma

কান জানিয়েছে, নেতানিয়াহু তার সহযোগীদের জানিয়েছেন, নির্ধারিত সময়ে এ আয়োজন করা হলে তা অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে। তবে এ বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে গত শুক্রবার (২৫ অক্টোবর) রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইসরায়েল। এ সময় রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা।

তবে তেহরানে এই হামলার সময় পাল্টা হামলার আশঙ্কায় বাংকারে লুকিয়ে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ইসরায়েলের সংবাদমাধ্যম হায়োমের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বলা হয়েছে, ইরানে যখন হামলা হচ্ছিল, তখন তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষে (বাংকার) ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট। ইরানে হামলা শুরুর পরপরই এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us