আরও রোহিঙ্গা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া : স্বরাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের অস্ট্রেলিয়ায় নিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও রোহিঙ্গা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সম্পর্কিত খবর
Islami Bank

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক ও তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আমরা তাদের অনুরোধ করেছি কিছু রোহিঙ্গা নিয়ে যেতে। তারা ইতোমধ্যে প্রায় দুই হাজারের মতো রোহিঙ্গা নিয়েছে। আমরা আবারও অনুরোধ করেছি যেন তারা আরও কিছু রোহিঙ্গা নাগরিক নিয়ে যায়৷ তারা আরও রোহিঙ্গা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি আরও জানান, ভিসা ছাড়া অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করে ৯৭ জন বাংলাদেশিকে তারা একটি দ্বীপের মতো জায়গায় রেখেছে। যদিও সেখানে তাদের খাবার দাবারের কোনো অসুবিধা হয় না। তারা ওই ৯৭ জন বাংলাদেশিকে ফেরত আনতে অনুরোধ করেছে। আমরা বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের দেশে নিয়ে আসবো৷ অস্ট্রেলিয়ায় আমাদের অনেক বাংলাদেশি অবৈধ নয়, মাত্র ৯৭ জন অবৈধ আছেন।

one pherma

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমাদের কোস্টগার্ডের সঙ্গে তাদের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান ছিল। দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ ভারত সাগরের সিকিউরিটি ইস্যুতে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়৷

অষ্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। তারা পররাষ্ট্র সচিবের সঙ্গেও দেখা করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us