‘জামায়াতের সঙ্গে মহাঐক্য চাই’

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেছেন, আমরা জামায়াতের সঙ্গে মহাঐক্য চাই। জামায়াতে ইসলামী আমাদের আরেকটি মিত্র দল।

Islami Bank

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর নিজ আসন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এহসানুল হুদা বলেন, জামায়াত নির্যাতিত দল। তারা আমাদের বন্ধু। তবে তারা যদি চায় আলাদা নির্বাচন করবে সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার। যারা ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল তারা সবাই আমাদের বন্ধু।

one pherma

তিনি বলেন, আজকে আমরা নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছি। এই দেশটাকে একটা ধ্বংস স্তূপে পরিণত করা হয়েছিল। তাই বর্তমান সরকারের অনেকগুলো দায়িত্ব রয়েছে। অনেকেই অস্থির হয়ে যাচ্ছেন, কিন্তু আমি হচ্ছি না। আমি মনে করি তারা সঠিক কক্ষ পথে আছেন। বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিছু মৌলিক সংস্কার প্রয়োজন। আশা করি মৌলিক সংস্কার করে নির্বাচন দিবেন বর্তমান সরকার।

জাতীয় দলের চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের প্রায় তিন মাস হয়েছে। তারা এখনো সব ক্ষেত্রে ষড়যন্ত্রের জাল বুনছে। দেশ এখনো অস্থিতিশীল নয়। প্রশাসনের উপরে যারা রয়েছে তাদের মধ্যে ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো রয়েছে। এই পথচলা এতো সহজ না। এইটা ভাঙতে গেলে আমাদের ইস্পাতের মতো কঠিন হতে হবে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বাংলাদেশ থেকে ফ্যাসিজম ও ফ্যাসিস্ট শাসকদের চিরতরে নির্মূল করে দেওয়া। সে যে দলের হোক না কেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us