৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ কোটি দুই লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

সম্পর্কিত খবর
Islami Bank

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে সিলেট ব্যাটলিয়ন ৪৮ বিজিবি গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন, সিলেট ৪৮ ব্যাটলিয়নের উপঅধিনায়ক মেজর নুরুল হুদা। এ সময় গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

one pherma

এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ৪৮ ব্যাটলিয়নের আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় শাড়ি ২ হাজার ৯০৭ পিস, কাশ্মীরি শাল ১ হাজার ১৬২ পিস, থ্রিপিস ৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড় ১২ হাজার ৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড় ১ হাজার ১৬০ মিটার, সোফার কাভার ১ হাজার ৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম ৪৪ হাজার ৭২২ পিসসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। এসবের আনুমানিক বাজারমূল্য আট কোটি ২ লাখ ৩১ হাজার ১৫০ টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us