বন্ধুকে এয়ারপোর্টে বিদায় দিয়ে তিন বন্ধুর ঘরে ফেরা হলো না

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সুত্রাপুরে প্রাইভেট কার ও বাসের সংঘর্ষে তিন বন্ধু মারা গেছেন। রোববার (১০ নভেম্বর) সকাল ৯টায় নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।এর আগে, শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় কালিয়াকৈরের সুত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন, মুসলেম উদ্দিন, নাসির উদ্দিন ও জুয়েল মিয়া।

Islami Bank

নিহতের স্বজন ও পুলিশ জানায়, টাঙ্গাইলের সখিপুর উপজেলার আন্ধির এলাকার মো. মামুন কুয়েত যাওয়ার জন্য সন্ধ্যায় একটি প্রাইভেটকারে ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় তার সঙ্গে স্থানীয় মসজিদের ইমামসহ তিন বন্ধু ছিলেন।

one pherma

মামুনকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে সখিপুরের উদ্দেশে ফেরার পথে রাত সাড়ে তিনটার দিকে কালিয়াকৈরের সুত্রাপুরে দুর্ঘটনায় পড়েন। প্রাইভেটকারটি মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা আল বারাকা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মুসলেম উদ্দিন, নাসির উদ্দিন ও জুয়েল মিয়া। গুরুতর আহত আজিজুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us