বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার দাবি তুলে ভারতের বিভিন্ন যায়গায় বিক্ষোভ চলছে। এরই অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটির একাধিক হাসপাতাল।
এমন পরিস্থিতির মধ্যে ভিন্ন পথে হেঁটেছে ভারতের এক হাসপাতাল। বয়কট নয় অতিথির রূপে বাংলাদেশিদের আপ্যায়নের ঘোষণা দিয়েছেন তারা।
বাংলাদেশিদের চিকিৎসা সেবায় অতিরিক্ত ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বেহালা বালানন্দ ব্রম্ভচারি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।
বুধবার (০৪ ডিসেম্বর) সাংবাদিক সম্মেলন করে এমন ঘোষণা দেন হাসপাতালের সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার।
বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে এদিন প্রশ্ন তোলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেন, চিকিৎসার জন্য যেসব রোগী ভারতে আসছেন, তাদের কেন চিকিৎসা দেয়া হবে না? মানবিক দৃষ্টিভঙ্গি এবং চিকিৎসক হিসেবে কর্তব্যজ্ঞান থেকে রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত। বেহালা বালানন্দ ব্রম্ভচারি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে যে দুই শতাংশের কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন, তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে চিকিৎসা সেবায় ১০ শতাংশ মানবিক ছাড় দেওয়া হবে।
সুত্রঃ সংকলনে এম আর আর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.