২৮বার বিয়ে! প্রতারণা মামলায় রোমানা ইসলাম স্বর্ণা

ডিবি হারুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ফজলে রাব্বীর মদতেই গ্রেফতার

২৮টি বিয়ে করেছেন বাংলাদেশের অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা। শুধু তা-ই নয়, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালে গ্রেফতার করা হয়েছিল এই মডেল-অভিনেত্রীকে। সম্প্রতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ নিয়ে মুখ খোলেন তিনি।

Islami Bank

রোমানা বলেন, ‘আমাকে মিথ্যা অভিযোগে সুপরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। প্রাক্তন স্বামী কামরুল ইসলাম জুয়েল সে সময় পুলিসকে ব্যবহার করে কারাগারে পাঠিয়েছিলেন আমাকে। সে সময়কার ডিবিপ্রধান হারুন-অর-রশীদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ফজলে রাব্বীর মদতেই গ্রেফতার করা হয়েছিল আমাকে। শুধু তা-ই নয়, মামলাসহ ২৮টি বিয়ের অপপ্রচার চালিয়েছেন আমার সেই সময়ের স্বামী। এসব অভিযোগ ভিত্তিহীন। আজও এসব অভিযোগের প্রমাণ তিনি দিতে পারেননি। আমাকে যেভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছিল, সেসবেরও কোনো প্রমাণ দিতে পারেননি জুয়েল।’

one pherma

অভিনেত্রী আরও বলেন, ‘২০১৯ সালে যখন আমার কেরিয়ারে যখন সুসময় তখন জুয়েলকে বিয়ে করি। তিনি আমার দ্বিতীয় স্বামী। আগের বউয়ের কথা গোপন রেখে আমাকে বিয়ে করেন। এসব জানার পর দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন। একটা পর্যায়ে তার সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নিই। নির্যাতনের জন্য কয়েকবার সাধারণ ডায়েরি করেও কোনো লাভ হয়নি। বিয়ের আগে বলেছিলেন, অভিনয়ে অসুবিধা নেই।

কিন্তু বিয়ের পর জুয়েল আমাকে অভিনয় করতে দেননি। বিয়ের পর মায়ের কাছেই থাকতাম। একবার আমার প্রথম ঘরের সন্তানকে শুটিং থেকে অপহরণ করে। আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দিতেন। দুইবার তাকে ডির্ভোস দিয়েছিলাম। শেষ পর্যন্ত আমাকে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করেন। ডির্ভোস তুলে নিলে মামলা তুলে নেবেন এমন শর্তও দেওয়া হয়।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us