স্টাডি ইউনিভার্সের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘Let’s dream together’ স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে স্টাডি ইউনিভার্স (Study Universe)। রোববার (১৫ ডিসেম্বর) ঢাকার হোটেল ৭১-এ অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষা, অভিবাসন এবং ইংরেজি দক্ষতা পরীক্ষার অগ্রণী ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

Islami Bank

অনুষ্ঠানের শুরুতে স্টাডি ইউনিভার্সের প্রতিষ্ঠাতা ও সিইও এমডি আরিফুল হক স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের সাফল্য তুলে ধরেন। তিনি জানান, স্টাডি ইউনিভার্স ইতোমধ্যে বিদেশে উচ্চশিক্ষা, মাইগ্রেশন এবং আইএলটিএস, পিটিই ও টোফেল প্রস্তুতির ক্ষেত্রে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের হেড অফ আইএলটিএস অপারেসনস ইলোরা শাহাব শারমী, পিয়ার পিটিই’র রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার গালিব হাসনাত, টোফেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আনোয়ার নাসের, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির রিসার্চ ফেলো ড. আবু হেনা মুহাম্মাদ ইউসুফ, ক্যামব্রিজ স্পিকিং এক্সামিনার হাসান-আল-মাহমুদ, ইউনিভার্সিটি অফ স্কলারস’র ট্রাস্টি বোর্ড মেম্বার আবদুল হাসিব সিদ্দিকী প্রমুখ।

অতিথিরা স্টাডি ইউনিভার্সের সফলতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে জানানো হয়, স্টাডি ইউনিভার্স গত এক বছরে ৬০০+ শিক্ষার্থীকে IDP-IETS Authorized Exam Venue-এর মাধ্যমে সেবা প্রদান করেছে এবং IDP কর্তৃক Premium Venue স্বীকৃতি লাভ করেছে। অনুষ্ঠানে IDP-IELTS থেকে প্রতিষ্ঠানটিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

one pherma

এসময় স্টাডি ইউনিভার্সের নতুন ওয়েবসাইট suacademy.com.au উদ্বোধন করে। এটি বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে এবং এতে Cambridge Dictionary থেকে উচ্চারণ শেখার সুযোগসহ অনেক আধুনিক ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্টাডি ইউনিভার্সের প্রতিষ্ঠাতা ভবিষ্যতে শিক্ষার্থী এবং মাইগ্রেশনের স্বপ্ন পূরণে আরও উন্নত সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

স্টাডি ইউনিভার্সের সেবাসমুহের মধ্যে রয়েছে- বিদেশে উচ্চশিক্ষা, মাইগ্রেশন ও ভিসা প্রসেসিং; আইএলটিএস, পিটিই ও টোফেল প্রস্তুতি; অভিভাবক, স্পাউস এবং ডিপেন্ডেন্ট ভিসা প্রসেসিং।

শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us