সাবেক এমপি নদভী রিমান্ডে

ইবাংলা ডেস্ক

রাজধানীর লালবাগ থানায় শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া এলাকার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভীকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

Islami Bank

সোমবার (১৬ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সাজ্জাদ হোসেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও তদন্তকালে জানা যায় যে, আসামি সাতাকানিয়া এলাকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তিনি আন্দোলন দমনে অর্থের যোগানদাতা।

one pherma

এ ছাড়া তার মদদে ঘটনার দিন বৈষম্য বিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলের ওপর সসস্ত্র হামলা করা হয়। এতে মামলার বাদীর ছেলে খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। আসামি ঘটনার সঙ্গে জড়িত আছে বলে প্রমাণ পাওয়া গেছে।

রোববার রাতে ‘আত্মগোপনে থাকা’ অবস্থায় তাকে উত্তরা থেকে আটক করার কথা জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন। ২০১৪ সালে জামায়াতে ইসলামী ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন নদভী।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us