বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ই-ভিসা চালুর তারিখ ঘোষণা

বাংলাদেশিদের জন্য ভ্রমণ সহজ করার লক্ষ্যে ই-ভিসা সেবা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। এর ফলে দেশটিতে ভ্রমণের জন্য আরও সহজ ও কার্যকর হবে ভিসা আবেদন প্রক্রিয়া।

Islami Bank

আগামী বছরের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য এই ই-ভিসা সেবা চালু করা হবে বলে রয়্যাল থাই দূতাবাসের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে
বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে সরকারি পাসপোর্টে আর থাই ভিসা লাগবে না। আগামী ১৯ ডিসেম্বর থেকে ঘরে বসেই ভিসা আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাধারণ নাগরিকরা আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা সেবা পেলেও সরকারি পাসপোর্টধারীদের আগামী ১৯ ডিসেম্বর থেকে এ সুবিধা দেবে থাইল্যান্ড সরকার। আবেদনের ১০ দিনের মধ্যে ইমেইলে এ ভিসা দেওয়া হবে।

one pherma

আবেদনকারীদের https://www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন তারা।

আবেদনকারীরা https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের ফি যাচাইকরণের জন্য প্রণীত সিস্টেম পেমেন্ট ইনফো সামারিতে তার তথ্য দিতে হবে।ই-ভিসা চালুর ফলে আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকায় অবস্থিত থাইল্যান্ডের ভিসা সেন্টারটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us