বুটের আঘাতে ইউরোজয়ী গোলরক্ষকের মুখ ক্ষত-বিক্ষত

ফ্রান্সের লিগ ওয়ানে বুধবার (১৮ ডিসেম্বর) প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং মোনাকোর মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এক ভয়াবহ ফাউলের শিকার হয়েছেন পিএসজির গোলরক্ষক এবং ইউরোজয়ী ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোন্নারুমা। ম্যাচের ত্রয়োদশ মিনিটে মোনাকোর উইলফ্রাইড সিনগোর বুটের আঘাতে দোন্নারুমার মুখে গুরুতর ক্ষত সৃষ্টি হয়।

Islami Bank

আক্রমণ করতে গিয়ে ডি-বক্সে ঢুকতে গিয়ে সিঙ্গো শট মারার আগে দোন্নারুমা বল ঠেকাতে এগিয়ে আসেন। এ সময় সিঙ্গো দোন্নারুমার মাথার ওপর দিয়ে লাফ দেন, যার ফলে তার বুটের কাটা অংশ দোন্নারুমার মুখে আঘাত করে। এতে গুরুতর রক্তপাত শুরু হয় এবং তাকে তৎক্ষণাৎ মাঠ থেকে বের করে নেয়া হয়। পরবর্তীতে তার মুখে ১০টি স্টাপল দিয়ে ক্ষত স্থায়ী করা হয়।

ম্যাচের এই ভয়াবহ দুর্ঘটনার পর প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে এবং দোন্নারুমাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর পিএসজি ম্যাচটি ৪-২ গোলের ব্যবধানে জিতে।

one pherma

এখন পর্যন্ত দোন্নারুমার মাঠের বাইরে থাকার সময়কাল সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে পিএসজি জানিয়েছে যে তার শুক্রবার মেডিকেল পরীক্ষা হবে এবং পরবর্তীতে কয়েকদিন বিশ্রামে থাকতে হতে পারে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us