রাঙামাটিতে আইকনিক ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলমগীর মানিক, রাঙামাটি

জমজমাট আয়োজনে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো আইকনিক ক্রিকেট টূর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। এ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করেছে ফ্রেন্ডস টোয়েন্টি টু দল। রানার্স আপ হয়েছে কলেজ গেইট কিংস। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Islami Bank

আরও পড়ুন…নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে অগ্রযাত্রা ফ্রেন্ডর্স ক্লাব এর উদ্যোগে রাঙামাটি বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী (পিএসসি)।

আইকনিক টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি মো: সালাউদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ক্রিকেট উপ-পরিষদের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদৎ মোহাম্মদ সায়েম, যুবদল নেতা মো: শুক্কুর প্রমুখ।

one pherma

এরআগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুন প্রজন্মকে খারাপ কাজ থেকে বিরত রাখার পাশাপাশি মানুষের শরীর ও মনে সুস্থ রাখে। দীর্ঘদিন পর হলেও রাঙামাটির রিজার্ভ বাজারের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে স্থানীয় খেলাপ্রিয় জনসাধারনের সরব উপস্থিতিতে ক্রিকেট টূর্নামেন্টের আয়োজন অত্রাঞ্চলে তরুন প্রজন্মের মধ্যে উৎসবের আমেজ তৈরি করেছে।

এসকল আয়োজন আমাদের কিশোর-তরুনদেরকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করবে। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মন-মানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’ শরীর ও মনের সমন্বয় ও ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে।

বক্তারা বলেন, খেলাকে খেলার মাঝে রাখতে হবে। খেলার মাঝে কোনো ধরণের সহিংসতা ছড়ানো যাবে না। অগ্রযাত্রা ক্লাবের উদ্যোগে এমন আয়োজন জেলার ক্রিকেটাররা আবারও চাঙ্গা হওয়ার সুযোগ পেয়েছে। তাদের ক্রিকেটিয় নৈপূণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে। এই প্রতিযোগীতার মধ্যদিয়ে ভালো খেলোয়াড় উঠে আসবে বলেও আশা প্রকাশ করেছেন বক্তারা।

ইবাংলা/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us