মহিলা ভাতা পাচ্ছেন সানি লিওনিঃ স্তম্ভিত বিশ্ব

ছত্তিশগড়ের সরকারি প্রকল্পে মাসিক ভাতা পাচ্ছেন সানি লিওনি, তবে এর পিছনে রয়েছে আসল টুইস্ট

Islami Bank

মহিলা ভাতা পাচ্ছেন সানি লিওনি। মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকছে ১০০০ টাকা! বিষয়টি সামনে আসতেই স্তম্ভিত সবাই। কীভাবে সম্ভব এটা? তদন্তে নামতেই কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে এল।

ছত্তিশগড়ের একজন ব্যক্তি অভিনেত্রী সানি লিওনির নামে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন এবং ‘মাহতারি বন্দন যোজনা’-এর অধীনে মহিলাদের জন্য নির্ধারিত হাজার টাকা মাসিক আমানত অবৈধভাবে নিচ্ছিলেন বলেই অভিযোগ

one pherma

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার প্রবর্তিত এই স্কিমটি ছত্তিশগড়ের বিবাহিত মহিলাদের প্রতি মাসে হাজার টাকা প্রদান করে। সম্প্রতি জানা গেছে যে এই টাকা পাওয়া অ্যাকাউন্টগুলির মধ্যে একটি সানি লিওনির নামে তালিকাভুক্ত ছিল। এই অ্যাকাউন্টটি খোলার এবং পরিচালনার জন্য অভিযুক্ত ব্যক্তি, বীরেন্দ্র যোশি কে চিহ্নিত করা হয়েছে এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সুবিধাভোগীদের যাচাই করার দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও এই মামলায় যুক্ত করা হচ্ছে।

ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে অবস্থিত তালুর গ্রামে এই জালিয়াতির ঘটনাটি ঘটেছে বলেই জানা যাচ্ছে। জেলা কালেক্টর হারিস এস মহিলা ও শিশু উন্নয়ন বিভাগকে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার এবং তহবিল পুনরুদ্ধার করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা এবং উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, রাজ্যের মহিলারা এখন মাসিক সহায়তা পাচ্ছেন যা কংগ্রেস তার আগের মেয়াদে দিতে ব্যর্থ হয়েছিল।

অন্যদিকে, আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসতেই শাসক দল বিজেপিকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তাঁদের দাবি, এই প্রকল্পের ৫০ শতাংশ উপভোক্তাই ভুয়ো। সব টাকা বিজেপির পকেটে যাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us