যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্স শহরে বর্ষবরণ উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১৫-এ উন্নীত হয়েছে। এ সময় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার ছবি প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই।
এএফপি ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম শামসুদ-দীন জব্বার (৪২)। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা।
আরও পড়ুন…মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হোটেলের লবিতে বিস্ফোরণ, নিহত ১
শামসুদ-দীন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন। টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানায়, শামসুদ-দীন জব্বার দুবার গ্রেফতার হয়েছিলেন। এর মধ্যে ছোট আকারের একটি চুরির ঘটনায় ২০০২ সালের নভেম্বরে টেক্সাসের কেটিতে গ্রেফতার হন তিনি। দোষী সাব্যস্ত হলে অল্প জরিমানা করা হয় তাকে।
ঘটনাটির তদন্তে নেমেছে এফবিআই। শামসুদ-দীন জব্বারের কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না বা তিনি কোনো ‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে জড়িত কি না, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি সূত্র সিএনএনের কাছে দাবি করেছে, হামলার ঘটনায় ব্যবহৃত ট্রাকটিতে বরফ রাখার একটি পাত্রে একাধিক বোমা পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
আরও জানা জব্বার দুইবার বিয়ে করেন এবং তার দ্বিতীয় বিয়ের পর আর্থিক সমস্যা শুরু হয়। তিনি ১৬,০০০ ডলারের ঋণে জর্জরিত। একইসাথে তার রিয়েল এস্টেট ব্যবসা থেকে ২৮,০০০ ডলার ক্ষতি হয়েছিলো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিউইয়র্ক টাইমস ও অন্যান্য সংবাদ মাধ্যম থেকে জানা যায়, জব্বারকে ২০০২ সালে চুরির জন্য এবং ২০০৫ সালে অবৈধ ড্রাইভিংয়ের জন্য গ্রেফতার করা হয়েছিল।
ইবাংলা/ বা এ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.