দণ্ড পেলেও হোয়াইট হাউসে প্রবেশে বাধা নেই ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
আমেরিকার ইতিহাসে এই প্রথমবারের মতো সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কোনো অপরাধে দণ্ড পেলেন। গোপনে অর্থ দেয়া সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দণ্ড দিয়েছেন আদালত। এর মাধ্যমে তিনি শাস্তিপ্রাপ্ত হলেন। স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) বিচারক জুয়ান মেরচান এই রায় দেন। খবর আলজাজিরার।
আরও পড়ুন…পুতিন-ট্রাম্প বৈঠকের প্রস্তুতি চলছে
এর একদিন আগে, ট্রাম্পের আইনজীবীর দল তার দণ্ড কার্যকরের সময়কাল পেছানোর জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। তবে আদালত এই আবেদন নাকচ করে দেয়। উল্লেখ্য, ট্রাম্পের অভিষেক আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তবে এই সাজাকে ‘শাস্তি ছাড়া মুক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হলো, ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি তার স্থায়ী রেকর্ডে উল্লেখ থাকবে, তবে তাকে কোন ধরনের কারাদণ্ড, জরিমানা বা প্রবেশন ভোগ করতে হবে না। ফলে হোয়াইট হাউসে প্রবেশের জন্য তিনি সব কিছু থেকে মুক্ত থাকবেন।
ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা এই মামলায় এর আগে গত বছরের ৩০ মে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। নিউইয়র্কের একটি আদালত এ রায় দেয়। ওই মামলায় আনা ৩৪টি অভিযোগের সব কটিতে দোষী সাব্যস্ত হন রিপাবলিকান পার্টির এই নেতা। আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন।
৭৮ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে করা এই মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেয়া হয়। তার হাতে এ অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিপত্রে এ লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন এই রিপাবলিকান।
ইবাংলা/ আন্ত:/ বাএ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.