অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে

ইবাংলা ডেস্ক

সিপিডির সম্মানী ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য “অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে”। এক প্রতিবেদনে ড. দেবপ্রিয় বলেন, যেখানে তিনি বর্তমান ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, এই সিদ্ধান্তটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

Islami Bank

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় মনে করেন, অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো কেবল আয়ের সংকট সৃষ্টি করবে না, বরং সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক উন্নয়নের জন্য ক্ষতিকর হতে পারে। এ ধরনের সমালোচনার মাধ্যমে ড. দেবপ্রিয় সরকারকে অর্থনৈতিক নীতি ও সিদ্ধান্তের পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

one pherma

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে। কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us