সেনা-বিজিবি’র অভিযানে রাঙামাটিতে ১৫ লাখ টাকার বিদেশী সিগারেট আটক

আলমগীর মানিক,রাঙামাটি

ভারতীয় সীমান্ত থেকে শুল্ক বিহীন অবৈধভাবে বিদেশী সিগারেট পাচারের সময় আবারো অন্তত ১৫ লাখ টাকার সিগারেট আটক করেছে সেনা-বিজিবির যৌথ বাহিনীর সদস্যরা।

Islami Bank

শনিবার দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া-কাপ্তাই সড়কের বগাপাড়া ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭ বস্তা সিগারেট উদ্ধার করে।

এসময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি বিজিবি সেক্টর সদরের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রতিবেদককে জানিয়েছেন আমরা সেনা-বিজিবি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিগারেটগুলো উদ্ধার করি।

জব্দকৃত বিদেশী সিগারেটগুলোর মধ্যে পেট্টোন ১৬ কার্টুন ও অরিস ৮ কার্টুন। বিজিবি কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত সিগারেটগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় ১৫ লাখ টাকা।

এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থ নেওয়া হচ্ছে এবং অবৈধ সিগারেটগুলো কাষ্টমসকে বুঝিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।

one pherma

এদিকে, একদিন আগেই শুক্রবার দুপুরে রাঙামাটি থেকে সিএনজি অটোরিক্সায় করে কাপ্তাই সড়ক দিয়ে চট্টগ্রাম নিয়ে যাওয়ার সময় ১৫ লাখ ৬৮ হাজার ৯শ টাকার বিদেশী এই একই ব্র্যান্ডের অবৈধ পেট্টোন ও অরিস সিগারেট আটক করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশ।

রাঙামাটি শহরের একাধিক নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানিয়েছে, মধ্যরাতে এবং শেষ রাতের দিকে রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের তীরবর্তী কয়েকটি স্থানে ইঞ্জিন বোটে করে এসকল অবৈধ সিগারেট এনে নিজেদের বাসায় মজুদ করে রাখে চোরাচালানি চক্র।

পরবর্তীতে বিভিন্ন ছদ্মাবরনে অটোরিক্সায়, পণ্যবাহি ট্রাকে, কাভার্ড ভ্যানে, মাছের গাড়িতে, মৌসুমী পন্যের গাড়িতে, বিস্কুট ও গুড়ো দুধবাহি গাড়িতে করে এসকল অবৈধ সিগারেট রাঙামাটি থেকে চট্টগ্রামে পাচার করে আসছে সিন্ডিকেট চক্র।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us