সীমান্ত নিরাপদ রাখা হবে,রক্ত দিয়ে হলেও:স্বরাষ্ট্র উপদেষ্টা

ইবাংলা ডেস্ক

দেশের সীমান্ত নিরাপদ আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‌রক্ত দিয়ে  হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে।

Islami Bank

কেউ কোনো ক্ষতি করতে পারবে না।রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‌‌আগের সরকার সীমান্ত নিয়ে ভাবেননি, এখনকার সরকার ভাবছেন বলেই এই উত্তেজনা। আগে কিছুটা ছাড় দেয়া হলেও এখন সীমান্তে ছাড় দেওয়া হবে না। আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না।

তিনি বলেন, বিএসএফ আর বিজিবির মধ্যে আলোচনা চলছে। চাপাইনববগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি শিগগিরই সমাধান হবে।

one pherma

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি, এটি না কমলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। আমরা দুর্নীতি করলে সেটারও সঠিক তথ্য প্রকাশ করুন।

তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয় স্বজন বেড়ে গেছে! আমাদের পরিচয় দিয়ে কেউ সুবিধা নিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।

সিভিল সার্ভিস বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের ক্ষেত্রে সেবায় অনীহা কাজ করে। শৃঙ্খলা থাকলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তি থাকতো না।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us