যান চলাচল স্বাভাবিক,সড়ক ছেড়েছেন সিএনজিচালকরা

ইবাংলা ডেস্ক

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) আশ্বাসে রাজধানীর বনানী এলাকার সড়ক থেকে সরে গেছেন সিএনজিচালকরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়।সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে সড়ক ছেড়ে চলে যান তারা।

Islami Bank

এর আগে, ঢাকা মেট্রোর সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দফা দাবিতে বিআরটিএ’র সদর দপ্তরের সামনের রাস্তায় শুয়ে অবরোধ করেন সিএনজিচালকরা। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী।

one pherma

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার জানান, সিএনজিচালকদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ২টার দিকে বিআরটিএ’র আশ্বাসে তারা সড়ক অবরোধ ছেড়ে দেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us