শাহজালালে সতর্কতা জারি ফ্লাইটে বোমা হামলার হুমকি

ইবাংলা ডেস্ক

বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি অবতরণ করার আগেই হামলার হুমকি পায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

Islami Bank

জানা গেছে, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোন যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে।

এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কামরুল ইসলাম বলেন, ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

one pherma

ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়ার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশেষভাবে, সন্দেহভাজন যাত্রীদের যাচাই-বাছাই আরও কঠোর করা হয়েছে। হুমকির ব্যাপারে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us