পাকিস্তানি নম্বর থেকে ঢাকা বিমানে বোমা হামলার বার্তা এসেছে

ইবাংলা ডেস্ক

পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তাটি এসেছে।বুধবার (২২ জানুয়ারি) দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

Islami Bank

সূত্রটি জানিয়েছে, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিউটি অফিসার এএসপি আব্দুল হান্নানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বোমা হামলার হুমকির বার্তাটি দেওয়া হয়।

ওই বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে। বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেওয়া, এটি কোনো হুমকি নয়।

সূত্রটি আরও জানায়, বার্তা পাওয়ার পর ওই নম্বরে ফোন করা হলেও তা রিসিভ করা হয়নি। বিমানবন্দর থেকে ফোন করা হলেও অপরপ্রান্ত থেকে সেটি রিসিভ করা হয়নি।

তবে একইসঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অব্যাহত রাখা হয়, পাশাপাশি সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়। বিস্ফোরক কারা রেখেছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে এমন প্রশ্ন করা হলে বলা হয়, কোনো বিরোধী পক্ষ আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য করতে পারে।

one pherma

বার্তাটি পাওয়ার পর হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ আড়াইশ যাত্রীর নিরাপত্তায় ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানটিকে জরুরি অবতরণ করায়। সেই সঙ্গে সবাইকে সতর্ক করে দেয়।

এর আগে, রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি পাওয়া বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। এরপর যাত্রীদেরকে টার্মিনাল ভবনে রাখে কর্তৃপক্ষ।

সেসময় যাত্রীদের ইমিগ্রেশন বন্ধ করে দিয়ে পুরো বিমান ও যাত্রীদের লাগেজ ও ব্যাগ তল্লাশি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে তল্লাশি করে কোনো বোমা, বোমাসদৃশ ও বিস্ফোরক কিছু পাওয়া যায়নি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us