আনুষ্ঠানিক ঘোষণা ফেব্রুয়ারিতে,ছাত্রদের রাজনৈতিক দলের

ইবাংলা ডেস্ক

ছাত্রদের আলোচিত রাজনৈতিক দলের ঘোষণা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

Islami Bank

তিনি বলেছেন, জাতীয় নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কাজ করছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। ইতোমধ্যে জাতীয় নাগরিক কমিটি ২০০ থানা কমিটি করেছে। জানুয়ারি মাসের মধ্যে চার শতাধিক থানা কমিটি হয়ে যাবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে রংপুর কারমাইকেল কলেজে কাউনিয়া ও পীরগাছায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

one pherma

আখতার হোসেন জানান, রাজনৈতিক দলের নাম এখনো ঠিক হয়নি। তবে বিভিন্ন জনের কাছ থেকে শতাধিক নামের প্রস্তাব এসেছে। সেগুলো থেকে চূড়ান্ত নামকরণ করা হবে।

আখতার বলেন, আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসার একটা পাঁয়তারা করছে। যারা এই চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে। আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us