ফরিদপুরে বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগে গণপিটুনিতে মো. মিরান খাঁ (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৪ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান।পুলিশ বলছে, মিরানের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তবে নিহতের ভাইয়ের দাবি, প্রতিপক্ষের লোকজনই তার ভাইকে হত্যা করেছে।
নিহত মিরান খাঁ সদর উপজেলার উত্তর সাদীপুর এলাকার জালাল খানের ছেলে। তিনি আলিয়াবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। পরিবার নিয়ে গদাধরডাঙ্গীর গুচ্ছগ্রামে বাস করতেন মিরান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কয়েকজনকে নিয়ে গুচ্ছগ্রামে সন্ত্রাসী কার্যকলাপ চালান মিরান। তারা বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও কুপিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন।
এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করেন। অন্যরা পালিয়ে গেলেও মিরান স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে গুরুতর আহত হন মিরান। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.