বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সংস্থাটি জানায়, ২২২ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি, সেখানকার বাতাসের মান খুব অস্বাস্থ্যকর। দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। তাদের স্কোর ২০২, অর্থাৎ সেখানকার বাতাসও বসবাসকারীদের জন্য খুব অস্বাস্থ্যকর।
১৯১ স্কোর নিয়ে র্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের তথ্যানুযায়ী এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর।
বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.