শ্রীপুরে স্বেচ্ছাসেবক ও যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর যোগসাজশে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের নেতারা।

Islami Bank

আরও পড়ুন…নোয়াখালীতে গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম কিবরিয়া তোহা, শ্রীপুর উপজেলা যুবদল নেতা নুরুজ্জামান জামান ও শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুল ইসলাম।

one pherma

নেতারা অভিযোগ করেন, পৌর এলাকার ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং যুবলীগ নেতা সাখাওয়াত হোসেনের যোগসাজশে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় সংঘটিত একটি ঘটনার জেরে গাজীপুর আদালতে বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এতে তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, অতীতে রাজনৈতিক মামলায় কারাভোগসহ বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন তারা। বর্তমানেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় তাদের হয়রানি করা হচ্ছে। তারা এসব মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ন্যায়বিচারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us