সতর্ক পুলিশ তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ ঘিরে

ইবাংলা ডেস্ক

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে মহাখালীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।রোববার সন্ধ্যা ৬টার পর কলেজ থেকে মিছিল নিয়ে এসে মহাখালী অবরোধ করেন তারা।

Islami Bank

শিক্ষার্থীদের এই অবস্থান ঘিরে এরইমধ্যে পুরো এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আমতলী মোড়ে প্রস্তুত রাখা হয়েছে একটি জলকামান।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ বলেন, বর্তমানে আমরা আমতলীতে অবস্থান করছি। আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে রাস্তায় যান চলাচল শুরু করার কোনো ব্যবস্থা করবেন কিনা? এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো আসেনি।

one pherma

আমরা বর্তমানে আমাদের অবস্থানে আছি।অন্যদিকে অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের যানচলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই মুহূর্তে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিং হয়ে আমতলী মোড়ে এসে অবস্থান নিয়েছেন। ফলে ইনকামিং ও আউট গোয়িং সব দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুলশান ক্রাইম ডিভিশনের পুলিশ ঘটনাস্থলে মোতায়েন আছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us