নতুন মামলায় গ্রেপ্তার ৭ সাবেক ৩ মন্ত্রীসহ

ইবাংলার ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত পৃথক মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক তিন মন্ত্রীসহ ৭ জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

Islami Bank

নতুন মামলায় গ্রেপ্তার এই ৭ জন হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং যুবলীগ কর্মী তাজুল ইসলাম তাজু।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

one pherma

এদিন সকাল সাড়ে ৯টায় আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। এরপর শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখান।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর থানার রাকিবুল হোসেন ও মো. মহিউদ্দিন হত্যার পৃথক দুই মামলায় কামাল আহমেদ মজুমদার, বাড্ডা থানাধীন আফতাব নগর মেইন গেট এলাকায় মো. আল আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং কদমতলী থানার এক মামলায় আনিসুল হক ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us